- Latest Article
- National ID
- Birth Certificate
- Application
- Driving License
Bangla CV Format বাংলা সিভি, বাংলা বায়োডাটা ফরমেট
CV Generator
Fill in your details below to create a CV. You can print or download it as a PDF.
Your Generated CV
Work experience.
Cv Format For Job Bangladesh: Bangla CV Format also Biodata format download. A resume template is a blank form you fill in with contact information, work experience, skills, and education. So that it is easy to read.
Bangla CV format DOC
Creating an eye-catching biodata format in the Bangla language is not so easy. For this, you have to follow some rules and formats. However, Our CV examples and pdf format will give you an idea on how to design the right CV for the job.
চাকরির আবেদনপত্রের নমুনা (জীবন বৃত্তান্তসহ)
তারিখঃ যে তারিখে লিখবেন
বরাবর
কোম্পানির নাম
ঠিকনা
বিষয়ঃ ‘(যে পদে আবেদন করবেন তার নামা)’ পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত (এখানে তারিখ দিবেন) তারিখে (যেখানে আপনি বিজ্ঞপ্তি দেখেছেন) প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘(যে পদে আবেদন করবেন তার নাম)’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলামঃ
নাম : আপনার নাম
পিতার নাম : আপনার পিতার নাম
মাতার নাম : আপনার মাতার নাম
স্থায়ী ঠিকানা : আপনার স্থায়ী ঠিকানা
বর্তমান ঠিকানা : আপনার বর্তমান ঠিকানা
জন্ম তারিখ : আপনার জন্ম তারিখ
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম শাখা/বিষয় পাশের সন ফলাফল বোর্ড/বিশ্ববিদ্যালয়
এস.এস.সি মানবিক ২০০৩ জিপিএ ৩.৯ সিলেট
এইচ.এস.সি মানবিক ২০০৫ জিপিএ ৪.২৫ সিলেট
বি.এ (সম্মান) রাষ্ট্রবিজ্ঞান ২০০৮ দ্বিতীয় শ্রেণী জাতীয় বিশ্ববিদ্যালয়
এম.এ রাষ্ট্রবিজ্ঞান ২০০৯ দ্বিতীয় শ্রেণী জাতীয় বিশ্ববিদ্যালয়
অভিজ্ঞতা: একটি বেসরকারি সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে ২ বছর 'কাজের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘(যে পদে আবেদন করবেন তার নাম)’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।
নিবেদক
(আপনার নাম)
সংযুক্তিঃ
১। ছবি ২ কপি।
২।একডেমিক সকল সনদপত্রের সত্যায়ি কপি।
৩। চারিত্রিক সনদপত্র ।
৪। নাগরিকত্ব সনদপত্র ।
জীবন বৃত্তান্ত ফরমেট
Mahmud Khan
You may like these posts, post a comment, search this blog, most recent, gd format bangla জিডি (সাধারণ ডায়রি) ফরম্যাট বাংলা, ওয়ারিশনামা warishnama, ওয়ারিশ সনদ, warishsonod, warisan certificate, মেডেকেল সর্টিফিকেট ফরম বি আর টি এ ড্রাংভিং লাইসেন্স brta medical certificate form fill up, চাকরিতে যোগদানের যোগদান পত্রের নমুনা job joining letter bangla, sylhet online service - blog.
Copyright (c) 2024 Sylhet Online Service All Right Reseved
- Privacy Policy
Contact form
Grammar Hub
Cover letter কি কীভাবে একটি ভালো cover letter লিখবেন, cover letter (কভার লেটার) কি.
চাকুরির আবেদন প্রক্রিয়ায় সফলতা প্রাপ্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল cover letter। যা কখনো resume এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা একটি কাভার লেটার একজন মানুষকে আরেকজন অপরিচিত মানুষের কাছে প্রথমবার উপস্থাপন করে।
কাভার লেটার resume এ উল্লেখ করা সকল প্রকার সার্টিফিকেশন, অভিজ্ঞতা, দক্ষতা, কোমল দক্ষতা প্রদর্শনের পাশাপাশি; চাকুরির জন্য আবেদনকারী নিজেকে উৎসাহী, আগ্রহী এবং যোগ্যপ্রার্থী হিসেবে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকে।
অন্যদের থেকে ভিন্নভাবে উপস্থাপন করা কাভার লেটারের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে ডাক পাবার সুযোগ বেড়ে যায়।
Download Cover Letter Sample
Structure of a Cover Letter
3-5 paragraphs.
একটি কাভার লেটার সাধারণত ৩-৫ টি প্যারাগ্রাফে লেখা হয়। এই ধরনের লেটার লিখার ক্ষেত্রে নির্ধারিত কোন দৈর্ঘ্য উল্লেখ করা থাকে না।
একজন নিয়োগকর্তা একটি আবেদন পর্যবেক্ষণের জন্য অল্প কিছু সময় ব্যয় করতে পারেন। সেজন্য কাভার লেটারটিকে যথাসম্ভব সংক্ষিপ্ত এবং অন্যদের তুলনায় আলাদা করে লিখলে (আকর্ষণীয়, ভিন্নধরনের শব্দের ব্যবহার, নিজ অর্জনের সঠিক উপস্থাপন) পরবর্তী ধাপে সাক্ষাৎকারের জন্য ডাক পাবার সম্ভবনা বেড়ে যায়।
1. Addresses and date: ঠিকানা এবং তারিখ উল্লেখ করুন।
2. Salutation: অভিবাদন জানিয়ে নিজের পরিচয় উল্লেখ করুন।
3. An introductory paragraph stating: সূচনামূলক অনুচ্ছেদে নিন্মোক্ত বিষয়গুলো উল্লেখ করতে হয়।
- যে চাকুরির জন্য আবেদন করা হয়েছে তা উল্লেখ করা।
- নির্ধারিত চাকুরিটির খোঁজ কীভাবে পেলেন তা বলে দেয়া।
- নির্ধারিত পদে চাকুরির জন্য আবেদনকারীর যোগ্যতা এবং পেশাদার হিসেবে কেমন সেটিকে একবাক্যের মধ্যে উপস্থাপন করা।
নির্ধারিত পদে কিংবা সেই অফিসে চাকুরি করার ক্ষেত্রে আবেদনকারীর ইচ্ছা এবং আবেদনকারীর যোগ্যতা সেই পদে চাকুরির ক্ষেত্রে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটি উল্লেখ করা।
5. Optional Body 2 (and 3)
- Resume এ সরাসরি উল্লেখ নেই এমন কোন দক্ষতা, যা কিনা আবেদনকৃত পদে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এমন কোন দক্ষতা যদি থাকে তা কাভার লেটারে উল্লেখ করা।
- এসব দক্ষতা কীভাবে আবেদন করা পদের ক্ষেত্রে সহায়তা করতে পারে এবং সেক্ষেত্রে নিজেকে নির্ধারিত পদের জন্য যোগ্য আবেদনকারী হিসেবে উপস্থান করা।
- নিয়োগকর্তাকে ধন্যবাদ জানানো।
- আরো একবার আবেদন করা পদে চাকুরিটি করার জন্য কতটুকু আগ্রহী এবং উৎসাহী তা প্রকাশ করুন।
- আপনার সাথে যোগাযোগের জন্য আরো একটি বিকল্প ব্যবস্থা জানিয়ে দিন, যা কিনা চাকুরির ব্যাপারে আপনার আগ্রহ এবং উৎসাহকে নিয়োগদাতার নিকট প্রকাশ করবে।
7. Salutation
অভিবাদনসূচক ভঙ্গিতে কাভার লেটারটিকে শেষ করুন।
Tips for Writing Cover Letters:
- যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেটি স্পষ্ট ও শুদ্ধভাবে উল্লেখ করুন। আবেদনকৃত পদের কাজ এবং অফিস সম্পর্কে তথ্য জেনে নেয়া।
- কোম্পানী/ অফিস এবং সেই পদ সম্পর্কিত বিস্তারিত জেনে নেয়া হলে কাভার লেটার লেখার ক্ষেত্রে সুবিধা হয় এবং নিজের কোন দক্ষতাটি উক্ত কাজের ক্ষেত্রে উপযোগী তা যথাযথভাবে উপস্থাপন করা যায়।
- নিজের মতে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিন এবং তা উল্লেখ করুন। নিজের অর্জন সম্পর্কে আত্মবিশ্বাসী এবং গর্বিত হয়ে নিজের সম্পর্কে কাভার লেটারে উপস্থাপন করুন; তা যত ছোটই হোক না কেন।
- কাভার লেটারে কখনোই একাধিক দক্ষতা বা যোগ্যতা উল্লেখ করা উচিৎ নয়, সেই কাজের জন্য কাভার লেটারের সাথে সিভি যোগ করা হয়। বরং যেকোন একটি বা ২টি দক্ষতা উল্লেখ করে অল্প কথায় ব্যাখ্যা করুন, যা আবেদন করা পদের ক্ষেত্রে প্রয়োজনীয়।
- ইতিবাচক ভঙ্গিতে আগামীতে সাক্ষাতের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করুন।
Useful Phrases:
❖ Referring to the Position:
আবেদন করা নির্ধারিত পদের কথা উল্লেখ করার ক্ষেত্রে নিন্মোক্ত বাক্যাংশগুলো ব্যবহার করা যেতে পারে।
- I am writing to you in response to your advertisement for...
- I would like to apply for the position of...
- I'm interested in applying for…
❖ Pointing Out Important Qualifications:
গুরুত্বপূর্ণ কোন দক্ষতা উল্লেখ করার জন্য যে সব বাক্যাংশ ব্যবহার করা যেতে পারে, সেগুলো নিচে দেয়া হল।
- As you can see from my enclosed resume, my experience and qualifications match this position's requirements closely.
- I believe my...make of me an ideal candidate for this position.
- I would like to point out...
- .., I improved (furthered, extended, deepened, etc.) my knowledge of...
- My superiors really appreciated my... / when I...
- I was responsible for...
- My former position required me to..., which...
❖ Referring to Future Interview:
আগামীতে সাক্ষাতের ব্যাপারটি উল্লেখ করার জন্য নির্দিষ্ট কিছু বাক্যাংশ ব্যবহার করা যায়। যা এই বিষয় সংক্রান্ত আলোচনাটিকে ইতিবাচকভাবে নিয়োগকর্তার নিকট প্রকাশ করতে সক্ষম।
- Please, feel free to contact me at...(for any further questions).
- I look forward to an opportunity to speak with you in person.
- I look forward to speaking with you personally.
- I look forward to discussing how I can…
Designation অর্থ কি? Role অনুযায়ী তালিকা
দরখাস্ত বা আবেদনপত্র কি দরখাস্ত লেখার নিয়ম, communication skills কি শিক্ষার্থীদের communication skills বৃদ্ধির উপায়, recommendation letter বা সুপারিশ পত্র লেখার নিয়ম, cv এবং biodata কি এদের মধ্যে পার্থক্য.
- Preposition
- Conjunction
- Interjection
- Present Tense
- Future Tense
- Parts of Speech
- Tea Stall - Paragraph for HSC and SSC
- School Magazine - Paragraph for HSC and SSC
- Load Shedding - Paragraph for HSC and SSC
- National Flag - Paragraph for HSC & SSC
- Mobile Phone - Paragraph for HSC & SSC
- Digital Bangladesh - Paragraph for HSC and SSC
- Internet - Paragraph for HSC & SSC
- Diaspora - Paragraph for SSC and HSC
- Dengue Fever - Paragraph for SSC and HSC
- Adolescence - Paragraph for SSC & HSC
চাকরির জন্য কভার লেটার লেখার নিয়ম, Cover Letter Format
এই পোষ্টে চাকরির জন্য কভার লেটার লেখার নিয়ম (Cover Letter Format) জানতে পারবেন। চাকরির জন্য আবেদনপত্রের নমুনা তুলে ধরা হয়েছে।
আমরা যখন কোন চাকরির প্রয়োজন হয়, তখন আমরা প্রথমেই একটি সিভি ও একটি কভার লেটার লিখতে হয়। বেশিরভাগই ভাল চাকরির ক্ষেত্রে ইংলিশে সিভি এর সাথে ইংলিশে একটি লেটারও CV এর উপরে দিয়ে দিতে হয়। একদম সহজ একটি cover letter তৈরি করে দেখাবো যা ইচ্ছে করলে যেকেউ বুঝতে পারবে এবং লিখতে পারবে। খুব অল্প কথায় একদম সহজেই একটি চাকরির জন্য আবেদন পত্র তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনাদেরকে আরো তথ্য শেয়ার করার জন্য আরো কয়েকটি কভার লেটারের নমুনা তুলে ধরা হবে নিচে নিচে।
চাকরির জন্য কভার লেটার লেখার নিয়ম
- প্রথমেই Date কথাটি থাকবে এখানে আপনার তারিখ টি বসাবেন।
- তারপর To শব্দটি আছে এর পরের লাইনে আপনি যে অফিসে চাকরির জন্য আবেদন করবেন সেখানে কে আবেদনপত্রটি পাবে তার নাম ও অফিসের ঠিকানাটি দিতে হবে।
- এরপর Subject এর এখানে For the post of “Computer Operator” লেখা আছে এখানে কম্পিউটার অপারেটর এর জায়গায় আপনি যে পদে চাকুরী করবেন সেই পদবীটি বসাবেন।
- তারপর Dear Sir, অথবা Dear Sir /Madam, লেখাটি থাকবে।
- এর পরের লাইনে The post of “ Computer Operator” interests me কথাটি লিখা আছে এটার বাংলা হলো আমি পোষ্টের জন্য আগ্রহী প্রার্থী।এখান থেকে Computer Operator লেখাটির এখানে আপনার যে পদবিটি আছে সেটাতে দিবেন। এর পর এই লাইনেই I would like to be considered for the post. find enclosed a copy of my CV লেখা গুলো আছে, এই ইংলিশ লেখাটি বাংলা অর্থ দ্বারায় আমি চাই আমাকে এই পোষ্টের জন্য বিবেচনা করা হওক। এরপর বুঝানো হয়েছে আমার সিভিটি দেওয়া হয়েছে খুজে দেখুন।
- এরপর লেখা If you feel me as the right person, I would request for an interview at your convenience এই লেখা গুলো অর্থ দ্বারায় যদি আমাকে সঠিক ব্যক্তি হিসেবে পছন্দ করেন, তাহলে আমি অনুরোধ করব আপনার সুবিধার্থে সাক্ষাতের জন্য।
- এরপর Yours sincerely কথাটি লিখতে হবে মানে আপনার বিশ্বস্ত।
- এরপর স্বাক্ষর করবে এবং এর নিচে নামটি থাকবে।
নিচে কভার লেটার লেখার নিয়ম নমুনা তুলে ধরা হলোঃ-
………………………
Subject: For the post of “Computer Operator”.
Dear Sir,
The post of “ Computer Operator” interests me. I would like to be considered for the post. find enclosed a copy of my CV.
If you feel I am the right person, I would request for an interview at your convenience.
Yours sincerely
Fakhrul A Rasel
নিচে আরেকটি cover letter নমুনা তুলে ধরা হলোঃ-
Junior Executive Officer
Barak Meaner
51/B, Kemal Ataturk Avenue,
Dhaka 1213.
In response to your advert on the day job. I would like to apply for the position of office Junior.
As my CV and references will indicate, I have previous experience in administrative work and possess an in-depth understanding of routine office duties. I have excellent IT Skills in Word Excel and ms office.
I believe that my skills, ability, and attitude would make me an ideal candidate for your vacancy. I am very confident that I can make a positive contribution to your company.
A copy of my resume is enclosed. look forward to talking with you to further discuss your needs and my qualifications. Thank you for your time and consideration.
Yours Sincerely,
Salman Khan
House-54, Mohakhali
Dhaka-1212.
Mobile: +880
Date: 31/12/2021
নিচে আরেকটি ভিন্ন কভার লেটার লেখার নিয়ম নমুনা তুলে ধরা হলোঃ-
17 th December 2022
Snowed Group
Mirpur DOHS, Dhaka,Bangladesh
Post: Job Application for the post of “Asst. Merchandiser” .
On the advertisement of your Company published on bdjobs.com that some “Asst. Merchandiser” is going to be recruited shortly in your organization; here is a summary of my qualifications for work as your “Asst. Merchandiser ” .
I completed my graduation at B.Sc in Textile in 2015 from Primeasia University with a CGPA – of 2.90 out of 4.00.
I would like to request an interview at your convenience. For any query, you can reach me on my mobile 017xxxxx. You can also e-mail me at [email protected]
Thank you for your concern.
Sincerely Yours
Shakib Khan
- চাকরিতে যোগদান পত্রের নমুনা, যোগদান পত্র লেখার নিয়ম
- মাসিক আয়ের সনদপত্র তৈরি করার নমুনা ফরমেট
- পারিবারিক সনদ পত্র, ফ্যামিলি সার্টিফিকেট নমুনা
- ব্যবসায়ের শেয়ার বিক্রয় দলিল করার নিয়ম
- কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয়
Quick Bangla
রাজনৈতিক সিভি লেখার নিয়ম, political cv format bangladesh, অবিবাহিত ঘোষনা দিয়ে হলফনামা করার নিয়ম (নমুনা), related articles.
চাকরির জাবিনদার হওয়ার অঙ্গিকার পত্র ফরমেট (Letter of guarantee)
বাণিজ্যিক ভবন ফ্ল্যাটের বায়না দলিলের নমুনা, ফ্ল্যাট বিক্রয় বায়নানামা
বেতন মওকুফের জন্য আবেদন, Tuition fee waiver application format
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন
Leave a reply cancel reply.
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.
Adblock Detected
- মূলপাতা
- ফেচার
- _সিভি
- _ক্যারিয়ার
- _কৌশল
- __ব্যাকগ্রাউন্ড
- __দৃশ্য
- মেগা মেনু
- সিভি লেখার নিয়ম
- ফ্যাশন
- _মেহেদি ডিজাইন
- __আরো মেহেদি ডিজাইন
- _বাড়ির ডিজাইন
- _ শাড়ি পরা পিক
- _পিকচার
- __গাড়ির ছবি
- __ফুলের ছবি
- __ইসলামিক পিক
- _ওয়ালপেপার
- _এসএমএস ও স্ট্যাটার্স
- লেখাপড়া
- _কৃতজ্ঞতা স্বীকার লেখার নিয়ম
- _ছোটদের বঙ্গবন্ধু রচনা
- _বাংলাদেশ
- _মেনিং
- _অর্থ
- _রচনা
- _দরখাস্ত
- _প্রশ্ন ও উত্তর
- তথ্যপ্রযুক্তি
- _লাইভ খেলা
- _রকমারি তথ্য
- _টিকটক
- _ভিটমেট সফটওয়ার
- _ইউটিউব
- অন্যান্য
- _ব্যাংকিং সেবা
- _প্রবাসী
- _ঔষধি গাছ
- _অতিরিক্ত
কভার লেটার সহ সিভি (cover letter cv sample)
কভার লেটার সহ সিভি (cover letter with CV ): যারা চাকরি আবেদন করে থাকে তাদের জন্য সিভির সাথে একটা কভার লেটার জমা দিতে হয়। একটা সিভিকে আকর্ষণীয় করার জন্য কভার লেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের প্রথমে জানতে হবে কভার লেটার কি কিভাবে একটা কভার লেটারকে আকর্ষণীয় করে তোলা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত। {getToc} $title={কভার লেটার সহ সিভি}
কভার লেটার কি?
কভার লেটার হচ্ছে একধরনের দরখাস্ত । আমরা স্কুল-কলেজে যে ধরনের দরখাস্ত লিখতাম ঠিক সেই দরখাস্তকে মূলত ইংরেজি ভাষায় কভার লেটার বলা হয়।
কভার লেটার সিভি সহ বলতে কি বুঝায়?
একটা দরখাস্ত আর একটা সিভি এই দুই মিলে হয় কভার লেটার সহ সিভি।
আমরা জানি, একটা দরখাস্ত লিখার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মেনে লিখতে হয়। যেমন- দরখাস্ত লেখার শুরুতেই আমরা তারিখ দেব, কার কাছে কভার লিখব, ঠিকানা লিখব।
তারপর যে বিষয় তা হল বিষয় সংযুক্ত করব। তবে বিষয়টা যেন হয় খুবই আকর্ষণীয় কেননা নিয়োগকর্তারা একটা পোষ্টের জন্য লক্ষ লক্ষ সিভি দেখার তেমন সময় পায় না, যদি আবেদনকারীর সংখ্যা কম হয় তাহলে তারা সিভি দেখে দেখে নির্দিষ্ট প্রার্থী বাছাই করে।
{alertSuccess} আপনি আরো পড়ুন: চাকরির জন্য সিভি লেখার নিয়ম
মোট কথা আমরা আমাদের প্রত্যেকটা সিভি আর সিভির কভার লেটারে আমাদের সেরাটা দেয়া চেষ্টা করব। কেউ পড়ুক বা না পড়ুক আমাদের সিভির মান 100 পাসেন্টই রাখব।
- অবশ্যই আমাদের সিভির কভার লেটার সহ সিভিটি ইংরেজিতে লিখব। তবে যারা বাংলায় চাইবে কেবল তাদের ক্ষেত্রে ব্যতিক্রম।
- প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদা কভার লেটার সহ সিভি লিখব।
- স্কিল লেখার ক্ষেত্রে সর্তক থাকব অর্থাৎ আপনি যে স্কিলে পারেন কেবল সেটাই উল্লেখ করবেন।
- সিভি এবং কভার লেটার লেখা শেষ হলে অবশ্যই আমরা পুনরায় পড়ে দেখব কোথাও কোন ভুল-ত্রুটি আছে কিনা।
এবার চলুন কভার লেটার সহ সিভি ডাউনলোড করি। এবং এই ফরমেট দেখে দেখে নিজেরা নিজেদের বিজ্ঞপ্তি অনুসারে কভার লেটার ও সিভি সাজাই।
English cover letter with CV
December 31, 2041
Marketing Mannerger,
Uniliver of Bangladesh.
Road no.121 Motijil, Dhaka
Sub: Prayer for the post of (যে পোষ্টটে আবেদন করবেন সেই পোষ্ট দিবেন) Marketing Mannerger.
In response to your recent advertisement in The Daily star on November 25, 2041 you are going to appoint some Marketing Mannerger. I like to offer myself. Herewith I am sending my completed resume for your kind consideration.
I, therefore, pray and hope that you would be kind enough to offer me the post and oblige thereby.
Your Sincerely
Attachments
- Curriculum vitae (CV)
- Passport Size Photo
- Educational Certificate Photocopy
- Experience Certificate Photocopy.
বাংলা কভার লেটার সহ সিভি
তাং-
বরাবর,
সভাপতি,
ইউনিলিভার্স অব বাংলাদেশ,
বসুন্ধরা,ঢাকা।
বিষয়ঃ মার্কেটিং মেনেজার পদে নিয়োগের জন্য আবেদন।
বিনীত নিবেদন এই যে, গত ০৫ নভেম্বর,২০২৫ ইং তারিখে “দৈনিক নয়া দিগন্ত” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,আপনার কোম্পানির মার্কেটিং মেনেজার পদে ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
নিবেদনে
বাংলা সিভি
- নামঃ কখগ
- পিতার নামঃ কখগ
- মাতার নামঃ কখগ
- বর্তমান ঠিকানাঃ কখগ
- স্থায়ী ঠিকানাঃ কখগ
- জন্ম তারিখঃ কখগ
- জাতীয়তাঃ কখগ
- ধর্মঃ কখগ
শিক্ষাগত যোগ্যতা
- অভিজ্ঞতাঃ
১)………ফ্রেস কোম্পানি,সহকারী মার্কেটিং মেনেজার ,৩ বছর
২)………আকিজ কোম্পানি,সিনিয়র মার্কেটিং মেনেজার,১ বছর
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে আপনার কোম্পানিতে মার্কেটিং মেনেজার হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জিত করিবেন।।
বি: দ্র:
এখানে তারিখ সালটা বেশি দেয়ার কারণ হল যাতে আপনি আপনার সঠিক সালটা লিখতে পারেন আমাদের সাল ও তারিখ এর ভুল ধরে। এখানে আমরা cover letter cv sample হিসেবে তুলে ধরেছি শুধু মাত্র আপনাকে কভার লেটার সহ সিভি একটা ধারণা দিতে পারি।
কভার লেটার সহ সিভি ডাউনলোড:
সকল সিভিগুলো বিডিটুইট থেকে সংগ্রহণ করা হয়েছে। আমার কাছে Microsoft Office নাই লিখতে পারি নি পরে সময় পেলে লিখে দিব। ধন্যবাদ
Post a Comment
Our website uses cookies to improve your experience. Learn more
Contact Form
Mastering the Art of Writing a CV in Bengali: A Comprehensive Guide
All resume examples in this guide.
Sample Resume in Bengali Presentation
নাম: সৌম্য মুখার্জী পদবী: সিনিয়র সফটওয়্যার প্রোগ্রামার ঠিকানা: রাজা সংসদ রস্তা, কলকাতা, 700029 যোগাযোগ: মোবাইল: +91-9876543210 ইমেল: [email protected]
শিক্ষাগত যোগ্যতা:
২০১৪ - বিটেক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ২০১০ - উচ্চ মাধ্যমিক, বিজ্ঞান, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়
২০১৪ - এখন পর্যন্ত: সিনিয়র সফটওয়্যার প্রোগ্রামার, টাটা কনসাল্ট্যান্সি সার্ভিসেস
- জাভা, সি++, পায়থন প্রোগ্রামিং
- ডাটাবেস প্রশাসন
- ক্রিয়াকলাপ পরিচালনা এবং পরিকল্পনা
- সফটওয়্যার পরিবর্তন পরিচালনা
ভাষা দক্ষতা:
- বাংলা (মাতৃভাষা)
- ইংরেজি (প্রবাহী)
২০১৩ - সাফটওয়্যার প্রোগ্রামিং, ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি
পরিচয়পত্র:
উপলব্ধ অনুরোধে
দ্যা করে মনে রাখবেন যে এই জীবনবৃত্তান্ত হলো কেবল একটি নমুনা এবং এটি ব্যবহার করার আগে এটি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পাদনা করা প্রয়োজন।
In the following sections of this article, we will delve into the details of how to craft an impeccable CV in Bengali, specifically tailored for the Bengali job market. A CV, or Curriculum Vitae, is a comprehensive overview of your educational background, professional experiences, skills, and accomplishments. When applying for a job in the Bengali market, a CV written in Bengali not only demonstrates your language proficiency but also helps potential employers understand your qualifications better and faster, thereby increasing your chances of landing the job. This guide aims to provide you with a step-by-step approach to writing a flawless Bengali CV.
Essential Phrases for Crafting a Resume in Bengali: Translations and Tips
In the following section, you will find a comprehensive list of useful terms related to writing a resume, translated from English to Bengali. This will assist you in constructing and formatting your resume in a way that aligns with Bengali cultural and professional norms.
- Resume Structure: রেজিউমের গঠন (Rejiumer gathan)
- Resume Formatting: রেজিউমের ফরম্যাটিং (Rejiumer formyāṭiṁ)
- Education: শিক্ষা (Shikkha)
- Skills: দক্ষতা (Dakshata)
- Internship: ইন্টার্নশিপ (Intārnaship)
- Work Experience: কাজের অভিজ্ঞতা (Kājēr abhijñatā)
- Contact Information: যোগাযোগের তথ্য (Yogayoger tathy)
- References: উল্লেখ (Ullekh)
- Certifications: সার্টিফিকেশন (Sārṭiphikēśan)
- Objective: উদ্দেশ্য (Uddeshya)
By familiarizing yourself with these terms, you can ensure that your resume effectively communicates your qualifications and experiences to potential employers in a Bengali-speaking context.
Understanding the Essential Grammar for Writing a Resume in Bengali
A resume in Bengali should be written in a formal and professional tone, and the grammar should be impeccable to maintain a professional image. The Bengali grammar is intricate and has a rich verb conjugation system. Bengali verbs are inflected and can be conjugated in various forms such as present, past, future, and various moods. However, for writing a resume, the past and present tense are mainly used to describe past experience and current roles.
In terms of person, a resume in Bengali should usually be written in the third person for a more formal and objective tone. For example, instead of saying "I managed a team of five people" (আমি পাঁচজনের দল পরিচালনা করেছিলাম), you would write "Managed a team of five people" (পাঁচজনের দল পরিচালনা করেছেন). When it comes to verbs, they should be used in their inflected form. For example, "Led a project" (একটি প্রকল্প নির্দেশনা দিয়েছেন). Here, 'নির্দেশনা দিয়েছেন' is the past tense verb, which is appropriate for describing past experiences.
Understanding the Importance of Structure and Formatting in a Bengali Resume
To achieve career goals and meet challenges, a well-structured resume is crucial. It demonstrates your professional competence and competence and makes you impressive to a potential employer. While creating a resume for Bengali market it is important to pay special attention to the layout and structure of the CV. A professional and professional layout is the external organization and initial appearance of your CV, which presents you as a strong candidate in a competitive job market.
Besides the Bengali Resume Template, we also offer other similar templates that you may want to explore.
- Vietnamese CV
- Belgian French CV
Mastering the Art of Resume Formatting in Bengali: A Key to Impress Your Future Employers
- Fonts: One of the most crucial aspects of a CV is the choice of font. In the Bengali market, it is advisable to use easily readable fonts like Arial or Times New Roman. These universal fonts are professional, clear, and easily legible. Avoid using Bengali fonts unless specifically requested, as they may not be easily readable to non-Bengali speakers.
- Format: The format of a CV should be simple and concise. For the Bengali market, it is recommended to structure your CV in the chronological order, starting with your most recent job or education. Make sure to include your contact details at the top, followed by your career objective, work experience, skills, and education.
- Margins: Proper use of margins can make your CV look more organized and clean. A standard margin of 1 inch on all sides is generally acceptable. This allows for a neat presentation and makes your CV easier to read.
- Bullet Points: Use bullet points to list your skills, responsibilities, or achievements. This breaks down your information into easily digestible points and makes your CV more reader-friendly.
- Separators: Use separators like horizontal lines or spaces to distinguish between different sections of your CV. This helps to organize your information and makes it easier for the reader to navigate through your CV.
- Colors: Stick to neutral or muted colors like black, grey, or navy blue. Bright colors are often seen as unprofessional and can be distracting. In the Bengali market, sticking to traditional colors signifies professionalism and seriousness.
- Template: Use a simple, professional template. Avoid using overly decorative or fancy templates as they may not be taken seriously in the professional Bengali market. Stick to a clean, straightforward design that showcases your qualifications and skills in a clear, concise manner.
Crafting the Perfect Resume in Bengali: A Guide to Structure and Success
The structure and main parts of a CV in Bengali are similar to those in English. These include:
- Personal Details: This should contain your name, address, contact details, and date of birth. In the Bengali job market, it is common to include your nationality, marital status, and a passport-sized photo.
- Career Objective: A succinct and clear statement about your career goals and aspirations. For example, "Seeking a challenging role in software development where I can utilize my skills and contribute to the success of the organization."
- Academic Qualifications: List your educational background in reverse chronological order, starting from the most recent. Include the name of the institution, degree obtained, and year of graduation. In Bangladesh, it is often important to also mention your GPA or Grade, especially for fresh graduates.
- Work Experience: Detail your previous employment history, including job title, company name, and dates of employment. This section should also highlight your key responsibilities and achievements in each role. For instance, "Developed a new marketing strategy that increased company sales by 20% during my tenure at XYZ Company."
- Skills: Highlight your technical and soft skills. Fluency in English and Bengali, or knowledge of programming languages such as Python or Java, could be valuable depending on the job you're applying for.
- References: While not always mandatory, some employers in Bangladesh may request references. Typically, these are past employers or academic advisors who can testify to your capabilities and work ethic.
Mastering the Art of Crafting a Powerful Header for Your Bengali Resume
The header of a Bengali language resume is vitally important, as it should be prominently visible and include all crucial contact information, thereby facilitating easy connection from potential employers. To construct a comprehensive header, begin with the last name and first name, ensuring that they are displayed prominently and accurately. Following this, detail your profession and discipline, painting a clear picture of your expertise and field of work. Next, provide your mailing address, a pertinent detail that enables potential employers to understand your location and ascertain your suitability for the job based on geographical factors. Subsequently, include your phone number, an essential contact point that allows for immediate and direct communication. Finally, your e-mail address should be included in the header; a modern, convenient, and standard method of communication, it allows potential employers to reach out to you for further discussions or job offers. This comprehensive approach ensures that all vital contact information is included in your resume header, increasing your chances of being contacted for potential employment opportunities.
উপাধি, প্রথম নাম
পেশা এবং শাখা
মেইলিং ঠিকানা
ই-মেইল ঠিকানা
Mastering the Art of Resume Pictures for the Bengali Job Market
In the Bengali job market, whether to include a photo in a resume or not is typically contingent upon the specific requirements of the employer. Some employers may request a photo, while others may not. If the job advertisement does not ask for a photo, it is generally not necessary to include one. However, if the employer does request a photo, it is good practice to attach a professional, passport-sized photo. This should be a recent headshot, displaying a professional appearance, with a clear view of the face against a neutral background. It is not recommended to use casual or candid photos.
The inclusion of photos in resumes can potentially lead to unconscious bias in the hiring process. Therefore, in most professional sectors, especially multinational companies, a photo is often not required in the resume. The focus is primarily on qualifications, skills, and experiences rather than personal appearance. It is always a good idea to thoroughly read the job advertisement or to research the company's policy if you are unsure.
However, in some sectors like modeling, acting, or other fields where physical appearance plays a significant role, a photo may be required or beneficial. In such cases, the photo should be professionally taken, of high quality, and should represent you accurately.
In conclusion, unless specified by the employer or relevant to the job application, a photo is not a necessary component of a resume in the Bengali market.
Highlighting Your Experience in Your Bengali Resume: Why It Matters
Crafting the experience section of your resume for the bengali job market.
In a Bengali CV, the experience section is one of the most important components. It outlines the candidate's professional journey, showcasing their skills, knowledge, and abilities acquired over the years. The potential employer places significant emphasis on this section to assess the candidate's suitability for the job in question.
- Arrange your experiences in chronological order: Start with your most recent job and work your way back. This gives the employer a clear understanding of your career progression and the relevancy of your experience to the current position.
- Include the contract dates: It's crucial to mention the start and end dates of each job. This provides insight into your job tenure, commitment, and stability.
- Specify your job title: Clearly stating your job title helps the employer understand your role and responsibilities in the previous organizations. For instance, a 'Senior Marketing Executive' indicates a higher level of experience than a 'Marketing Executive'.
- Use a bulleted list: Present your responsibilities and achievements in a bulleted format. This enhances readability and allows the employer to quickly skim through your key contributions.
- Include a succinct job description: A brief outline of your role gives context to your responsibilities and achievements. For instance, if you were a 'Project Manager', explain the nature of the projects you handled, the team size, and the industry.
- Incorporate relevant keywords: Use industry-specific terminologies and job-related keywords in your descriptions. For instance, if you're applying for a 'Software Developer' role, terms like 'Java', 'Agile methodology', or 'Full-stack development' could be relevant. This strategy improves your CV's visibility in Applicant Tracking Systems and highlights your industry-specific knowledge.
পদ: সহকারী প্রকল্প ব্যবস্থাপক
কর্মস্থল: বিআইডিবি কমিউনিকেশনস, ঢাকা
তারিখ: জানুয়ারী ২০১৬ - ডিসেম্বর ২০২০
কাজের বিবরণ:
- প্রকল্পের বাজেট পরিকল্পনা এবং নির্বাহ করা
- টিম সদস্যদের পরিচালনা এবং পরিকল্পনা করা
- প্রকল্পের সময়সূচী তৈরি এবং নজরদারি করা
- স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষা
- প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন তৈরি এবং বিতরণ করা
Navigating the Challenge of Crafting a Bengali Resume without Previous Work Experience
Navigating the task of creating a CV with no experience can be daunting, especially when it is in Bengali. This task, however, can become significantly simpler with the right guidance. Below are straightforward and user-friendly tips for filling out a CV in Bengali despite having no previous experience. These tips will guide you through each step, making the process less intimidating and more productive.
- Provide your name, address, phone number and email address. It creates your identity for the organization.
- Write a strong summary. It should contain a brief description of your technical skills, objectives and professional goals.
- If no experience, emphasize your educational qualifications and training. Mention your special knowledge and skills in any particular subject.
- List the availability and skills that will help the candidate search. This can include any language skills, computer programs and other engineering skills.
- Emphasize your volunteer work experience, educational projects and other outside activities. These facts demonstrate your skills and initiative.
- If there is no abundant experience, the entire life experience or developmental journey can be compromised. Provide details on training, educational exchanges and cultural exchanges.
- Mention self-discipline and skills such as time management, organizational skills, self-motivation and the ability to coordinate.
- Use a professional and organizational language. Your resume should be readable and easy to understand.
- Mention latest qualifications, training and skills.
- Have an acquaintance review and revise your resume. This will help correct mistakes and ambiguities.
- Mention at least two well-known people as references. Check with them beforehand to make sure they are the right person for you.
The Significance of Education in Crafting a Bengali Resume
The education section in a Bengali CV holds high importance because it provides prospective employers with a comprehensive overview of the applicant's academic qualifications. This section details the degrees, certifications, and relevant coursework completed by the applicant, thereby giving employers an insight into the candidate's knowledge base, intellectual depth, and commitment to learning. In a competitive job market, the education section can be a deciding factor for employers, especially when considering fresh graduates or candidates for roles that require specific educational backgrounds. Therefore, it should be meticulously crafted to display the most relevant and impressive academic achievements.
Prioritizing Education Details in Your Bengali Resume
In a Bengali CV, the placement of the education section typically depends on the individual's professional experience and the job they are applying for. If the individual is a recent graduate or has limited work experience, the education section should be placed at the top of the CV, immediately following the personal details and objective. This is because, in this case, the degree or academic qualifications hold more weight than their limited work experience, and it helps to highlight the individual's academic achievements, such as high grades or relevant coursework.
For instance, if a candidate is applying for a teaching position in a Bengali medium school or university, and they hold a Bachelor and Master's degree in Bengali literature, it would be beneficial to highlight this information first on the CV. This way, the recruiter can immediately recognize the relevance of their academic qualifications to the job.
However, if the candidate has substantial professional experience, especially in the field they are applying for, the work experience section should come first. For example, if an individual with ten years of experience in an IT firm in West Bengal is applying for a Senior IT Manager position, the focus should be on the work experience rather than the education. The recruiter will be more interested in the practical skills and experiences the candidate has acquired over the years, rather than their academic background.
- প্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
- বিষয়: বাণিজ্য
- সন: ২০১৬ - ২০২০
উচ্চ মাধ্যমিক:
- প্রতিষ্ঠান: ঢাকা সিটি কলেজ
- সন: ২০১৪ - ২০১৬
- প্রতিষ্ঠান: ঢাকা সিটি স্কুল
- বিষয়: সাধারণ
- সন: ২০১২ - ২০১৪
Honing Your Skills Section: A Crucial Aspect of Your Bengali Resume
In the job market of Bangladesh, the importance of skills in a Bengali resume cannot be overstated. A well-curated list of skills not only sets candidates apart, but it also provides recruiters with a clear understanding of an individual's capabilities and proficiencies. This is particularly important given the highly competitive nature of the job market in Bangladesh, where a multitude of applicants often vie for the same positions. A comprehensive display of skills on a resume could very well be the distinguishing factor that propels a candidate into the shortlist for interviews.
Recruiters in Bangladesh are typically seeking candidates who possess a balance of both technical and soft skills, depending on the specific position they are hiring for. Technical skills are crucial for roles in industries such as IT, engineering, data analysis, and finance. Soft skills, on the other hand, such as communication, leadership, problem-solving, and adaptability, are universally valued across all industries. Additionally, language proficiency, specifically in Bengali and English, is highly sought after. Recruiters also look for evidence of continuous learning and upskilling, as this demonstrates a candidate's motivation to grow and adapt in their chosen field.
Below we present a sample list that will help you to easily use soft skills and hard skills while writing a resume in Bengali.
Soft Skills:
- Communication Skills (যোগাযোগ দক্ষতা)
- Teamwork (দলভূমিকা)
- Adaptability (অভিযোগ্যতা)
- Problem-Solving Skills (সমস্যা সমাধানের দক্ষতা)
- Work Ethic (কর্ম নৈতিকতা)
- Time Management (সময় ব্যবস্থাপনা)
- Leadership (নেতৃত্ব)
- Attention to Detail (বিশদ নজর রাখা)
- Creativity (সৃজনশীলতা)
- Emotional Intelligence (আবেগিক বুদ্ধিমত্তা)
Hard Skills:
- Computer Literacy (কম্পিউটার দক্ষতা)
- Data Analysis (ডাটা বিশ্লেষণ)
- Foreign Languages (বিদেশি ভাষা)
- Project Management (প্রকল্প ব্যবস্থাপনা)
- Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)
- Social Media Management (সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা)
- Graphic Design (গ্রাফিক ডিজাইন)
- Coding (কোডিং)
- Machine Learning (মেশিন লার্নিং)
- Statistical Analysis (পরিসংখ্যানী বিশ্লেষণ)
Incorporating Additional Sections into Your Bengali Resume
Additional headings in a Bengali CV can include Languages, Hobbies or Interests, Certificates, Driving licenses, References, and IT tools. Including additional categories allows a candidate to showcase a more comprehensive picture of their skills and qualifications. It also provides a platform to display personal qualities, special achievements, and additional skills that may set the candidate apart from others and may not fall under the traditional headings of work experience and education.
Languages and Certificates are two categories that can significantly enhance a CV.
The ‘Languages’ category is beneficial as it showcases the candidate's linguistic skills. This is particularly useful in a multicultural and globalized world where employers often value multilingual skills. In a region like Bengal, where people speak both Bengali and English, proficiency in multiple languages can be a significant asset. It can open doors to roles involving international correspondence or serving diverse customer bases.
On the other hand, the 'Certificates' category allows the candidate to highlight any additional qualifications they have obtained outside of their formal education. These could include professional training, online courses, or industry-specific certifications. This can demonstrate a candidate's commitment to continuous learning and their initiative to acquire new skills. It also provides tangible proof of expertise in specific areas, making the candidate more attractive to potential employers.
Honing Your Skills: How to Improve Your Bengali Resume
Improving your CV for the Bengali job market involves understanding the cultural nuances and job market expectations. Here are some tips to enhance your CV:
- Personal Information: In Bangladesh, it's acceptable to include your marital status, age, and nationality. Some employers may also expect your photograph. Make sure to include these details in your CV.
- Language Proficiency: Demonstrate your proficiency in both Bengali and English, as these are the two primary languages spoken in Bangladesh. If you know any other languages, include them as well.
- Highlight Relevant Skills: Tailor your CV for each job application. Focus on the skills and experiences that are most relevant to the job you are applying for.
- Formal Tone: Maintain a professional and formal tone throughout your CV. Avoid using slang or casual language.
- Reference Letters: In Bangladesh, it is common to include reference letters with your CV. If you have any, make sure to attach them.
- Education Details: Bengali employers place a high value on education. Ensure to include any degrees or certifications you have, along with the names of the institutions and the dates you attended.
- Work Experience: List your work experience in reverse chronological order, starting from your most recent job. Emphasize your responsibilities and achievements in each role.
- Neat Layout: Keep your CV neat and well-structured. Use bullet points for clarity and to make it easy for the employer to skim through your CV.
Key Elements to Incorporate in Your Bengali Resume
Writing a Bengali CV effectively can be an important skill for job seekers targeting Bengali-speaking regions or positions. It's not just about translation from English or another language, but about understanding the nuances and expectations of the Bengali job market. Here are some practical tips to help you optimize your Bengali CV:
- Use Standard Bengali: It is important to use standard Bengali language and avoid colloquial or regional dialects to ensure your CV is understood by the widest possible audience.
- Prioritize Relevant Information: The most relevant information like your name, contact details, education, and work experience need to be at the beginning of your CV. This ensures the most important details are seen first.
- Adapt to Local Practices: Be aware of local job application norms. For instance, in some Bengali-speaking regions, it's standard to include a photo on your CV, while in others it's not.
- Use Bullet Points: When listing your skills, responsibilities or achievements, use bullet points for easy readability. This makes your CV scan-friendly and helps the recruiter quickly understand your capabilities.
- Proofread: Bengali script can be complex. Ensure you proofread your CV thoroughly or have it proofread by a fluent Bengali speaker to avoid any grammatical or spelling errors.
- Keep it Concise: Just like in any other language, keep your Bengali CV concise and to the point. A CV should ideally be no longer than two pages.
- Use Appropriate CV Format: Depending on your career level and the job you're applying for, choose the most appropriate CV format – chronological, functional, or hybrid.
Creating an Effective Cover Letter in Bengali for Your Resume
Enclosing a cover letter with your Bengali resume when applying for a job is highly important. The cover letter serves as an introduction to your resume, providing a brief summary of your qualifications and experiences that are relevant to the job you are applying for. It gives you an opportunity to express your motivation for the job and to explain why you would be a good fit for the company. Furthermore, a well-written cover letter can help you stand out from other applicants, increasing your chances of being selected for an interview. In a country like Bangladesh, where the job market is competitive, this can make a significant difference.
Frequently Asked Questions About Writing a Resume in Bengali and Job Application Process
Yes, you can write your CV in Bengali if the job application does not specify the need for English. However, English is more universally accepted.
Make sure to include all relevant information, such as your educational background and work experience. Keep the language formal and error-free. It's also useful to have someone else check your CV for mistakes.
If you already have a CV in English, it is advisable to translate it into Bengali rather than creating a new one to ensure consistency in the information provided.
The structure of your CV does not change based on the language. It should still include your personal details, education, work experience, skills, and references, regardless of whether it's in Bengali or English.
Create your resume with the best templates
What’s a Rich Text element?
The rich text element allows you to create and format headings, paragraphs, blockquotes, images, and video all in one place instead of having to add and format them individually. Just double-click and easily create content.
Static and dynamic content editing
A rich text element can be used with static or dynamic content. For static content, just drop it into any page and begin editing. For dynamic content, add a rich text field to any collection and then connect a rich text element to that field in the settings panel. Voila!
How to customize formatting for each rich text
Headings, paragraphs, blockquotes, figures, images, and figure captions can all be styled after a class is added to the rich text element using the "When inside of" nested selector system.
Create your resume in 15 minutes
Our free collection of expertly designed cover letter templates will help you stand out from the crowd and get one step closer to your dream job.
Sample letters to download
Cover Letter
Advice for getting a job, instructions.
- বাংলা
- _ব্যাকরণ
- _রচনা
- _ভাবসম্প্রসারণ
- _অনুচ্ছেদ
- _চিঠি-পত্র ও দরখাস্ত
- _অভিজ্ঞতা বর্ণনা
- _সারাংশ
- _সারমর্ম
- _খুদে গল্প
- _ভাষণ লিখন
- _দিনলিপি
- _সংলাপ
- _Essay / Composition
- _Letter, Application & Email
- _Dialogue List
- _Completing Story
- _Amplification
- _Report Writing
- _Describing Graphs & Charts
- গাণিত
- সাধারণ জ্ঞান
- _বাংলাদেশ বিষয়াবলি
- _আন্তর্জাতিক বিষয়াবলি
- _বাংলা সাহিত্য
- _ইংরেজি সাহিত্য
- _বিজ্ঞান
- _তথ্যপ্রযুক্তি
- _সাম্প্রতিক বিষয়
- _অন্যান্য
- বই পোকা
- তথ্যকোষ
- অন্যান্য
- _পুঞ্জ সংগ্রহ
- _আমার আকাশ
- __Earn Money
- __Document Shopping
Standard CV / Resume Format for Bangladesh - DOC / Word File Free Download
- চাকরির ইন্টারভিউর জন্য ৮টি 'পরিচিত' প্রশ্ন ও উত্তর / Top 8 Common Questions and Answers for job interview
Very helpful article
thanks bro. its very helpful
IMAGES
VIDEO
COMMENTS
বাংলা সিভি ফরমেট ডাউনলোড. আপনার যারা জানেন না একটা বাংলা সিভি ফরমেট কেমন হওয়া উচিত তারা চাইলে নিচের ফাইলটি দেখতে পারেন।. এখানে আমরা বাংলা …
Creating an eye-catching biodata format in the Bangla language is not so easy. For this, you have to follow some rules and formats. However, Our CV examples and pdf format will give you an idea on how to design the right …
Cover Letter (কভার লেটার) কি? চাকুরির আবেদন প্রক্রিয়ায় সফলতা প্রাপ্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল cover letter। যা কখনো resume এর চেয়েও ...
Explore our comprehensive guide on crafting an effective Cover Letter in Bengali. Ideal for the Bengali market, with easy-to-use templates.
এই পোষ্টে চাকরির জন্য কভার লেটার লেখার নিয়ম (Cover Letter Format) জানতে পারবেন। চাকরির জন্য আবেদনপত্রের নমুনা তুলে ধরা হয়েছে।
কভার লেটার সহ সিভি (cover letter with CV): যারা চাকরি আবেদন করে থাকে তাদের জন্য সিভির সাথে একটা কভার লেটার জমা দিতে হয়। একটা সিভিকে আকর্ষণীয় ...
কোনো প্রতিষ্ঠানে আবেদন করার জন্য কভার লেটার (Cover Letter) লিখতে হয়। বিশেষ করে চাকরির আবেদন করতে হলে সিভির সাথে কভার লেটার দিতে হয়। কভার ...
Explore our comprehensive guide on creating an exceptional CV tailored for the Bengali market. Master the art of resume writing in Bengali language with our CV template.
⭐ Job Cover Letter - ১৬ টি ⭐ সাধারণ জ্ঞান - ৪০০ টি পোস্ট ⭐ এক জাতীয় বিষয় - ১০ টি